মালদা

বিশ্ব পরিবেশ দিবসে ডেঙ্গু প্রতিরোধে পুরাতন মালদায় চেয়ারম্যানের অভিযান

মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস। আর এই দিবসকে সামনে রেখে এদিন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের উদ্যোগে পৌরসভা অন্তর্গত ১৪ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের কোর্ট স্টেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করা হয়। এদিন রাস্তার দুই ধারে থাকা বেশ কিছু গ্যারেজে অভিযান চালানো হয়। গ্যারেজ গুলোতে দীর্ঘদিন ধরে ফেলে রাখা পুরানো টায়ার গুলি নামিয়ে এনে জমে থাকা বৃষ্টির জল ফেলে দেওয়া হয়। কারন এই সমস্ত টায়ারে জল জমে থাকলে ডেঙ্গু মশার লাভা তৈরি হয়। তাই পৌরসভার পক্ষ থেকে এই গ্যারেজ গুলোতে অভিযান চালিয়ে গ্যারেজ মালিকদের ডেঙ্গু নিয়ে সচেতন করেন পৌরসভার চেয়ারম্যান থেকে অন্যান্য কর্মীরা। 

এই বিষয়ে বলতে গিয়ে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, তারা এদিন বিশ্ব পরিবেশ দিবসে এলাকায় ডেঙ্গুর প্রকোপ কমানোর লক্ষ্যে এদিন তারা এই অভিযানে নেমেছেন। সেই সঙ্গে রাস্তার ধারে থাকা গ্যারেজে যাতে টায়ার এই ভাবে ফেলে রাখা না হয় তার জন্য তিনি গ্যারেজ মালিকদের কাছে আবেদন জানান। তিনি আরও বলেন, এখন বর্ষার মরসুম মানেই নানা রকম অসুখ বিসুখ, এর উৎপত্তি হয় এই সব জমা জল থেকে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/QAIyvUOQ8uY